৫৬০টি ব্রয়লার মুরগীসহ ২টি খামার পুরে ছাই
ইমতিয়াজ বাবুল: সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা গ্রামে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ভয়াবহ অগ্নিকান্ডে আব্দুল রব দেওয়ানের ২টি মুরগীর খামারসহ ৫৬০টি ব্রযলার মুরগী ভস্মীভ’ত হয়েছে। এ ঘটনায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে খামারের মালিক দাবি করেছেন।
সিরাজদীখান থানা পুলিশ ও গ্রামবাসীরা জানান, শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন অন্য ঘড়ে ছড়িয়ে পড়ে। শ্রীনগর ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
খামারের মালিক আব্দুল মান্নান দেওয়ানের ছেলে আব্দুল রব দেওয়ান (৪০) অভিযোগ করে বলেন সিরাজদীখান উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভাতে দেরিহওয়ায় ৫৬০টি ব্রয়লার মরগী সহ দুটি খামার পুড়ে গেছে। এতে আমি সর্বশান্ত হয়ে গেছি। অগ্নিকান্ডের খবর পেয়ে এলাকার বিভিন্ন দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply