লাশ বহনকারী গাড়িতে থাকা স্বজনদের মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছয় পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মুন্সীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে লাশ বহনকারী গাড়িতে মারধরের শিকার মো. শফিকুল ইসলাম মামলাটি করেন। বিচারক হারুন অর রশীদ মামলাটি আমলে নিয়েছেন।
মামলার আসামিরা হচ্ছেন— মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের মাওয়া ঘাটে কর্মরত ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. সাহাদাত হোসেন, সহকারী উপ-পরিদর্শক (টিএএসআই) মো. সেলিম ও চার পুলিশ কনস্টেবল।
আদালত সূত্র জানায়— চলতি বছরের ২৬ মার্চ মামলার বাদী মো. শফিকুল ইসলাম তার স্বজনের মৃত্যু হলে ঢাকার উত্তর সায়েদাবাদ থেকে গাড়িতে করে লাশ গ্রামের বাড়ি নড়াইল নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মাওয়া ফেরিঘাট এলাকায় পৌঁছলে লাশবাহী গাড়িটিকে গতিরোধ করেন ট্রাফিক ইন্সেপেক্টর সাহাদাত হোসেনসহ ছয় পুলিশ সদস্য।
এ সময় লাশবাহী গাড়িতে থাকা শফিকুল ইসলামসহ অপর স্বজনদের মারধর করে তাদের কাছে থাকা নগদ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেন অভিযুক্তরা।
মুন্সীগঞ্জ কোর্ট পরিদর্শক মো. কুদ্দুসুর রহমান সিকদার জানান, মামলা রুজু হয়েছে। লৌহজং উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে আদালত নির্দেশ দিয়েছেন।
দ্য রিপোর্ট
Leave a Reply