নানামুখী সঙ্কটে মুন্সীগঞ্জের পুলিশ : ঘুমাতে হয় পালাক্রমে

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল: মুন্সীগঞ্জ পুলিশের যান সঙ্কট এখন প্রকট। লক্করঝক্কর মার্কা গাড়িতেই চলছে টহলসহ নানা অভিযান। সন্ত্রাসী ও মাদকের চালান ধরতে গিয়ে প্রায়ই বিকল হচ্ছে পুলিশের পিকাপ। নদীপথেও একই অবস্থা। তাই শুধু যানবাহনের কারণে পুলিশের কর্মতৎপরতা ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। সহকারী পুলিশ সুপারদের যানেরও একই চিত্র। মাঝেপথেই গাড়ি নষ্ট হচ্ছে সদরের সহকারী পুলিশ সুপার ও ট্রাফিকের সহকারী পুলিশ সুপারের। তাঁরা চলছেন মান্ধাতা আমলের সিঙ্গেল কেবিনের কাভার্ডভ্যানে করে। পুলিশের বিশেষ শাখার কোন যান নেই। তাই গোয়েন্দা তৎপরতাও ব্যাহত হচ্ছে।

এই জেলায় রয়েছে ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিনই পুলিশের ৮/৯টি ভিআইপির প্রটোকল ডিউটি করতে হচ্ছে। সেগুলোও হচ্ছে থানার পিকাপ দিয়েই। ভিআইপি ডিউটিতে অন্তত ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চলে। কিন্তু এসব যান এতটা গতিতে চলতে পারে না। তাই ভিআইপিদের গাড়িও চলে ধীরগতিতে।

পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, প্রায় সময় ভিআইপিদের ভর্ৎসনা শুনতে হয় এখানকার পুলিশকে। এছাড়া পদ্মা সেতুর কারণে এখন থেকেই মাওয়ায় নতুন থানা করার কার্যক্রম শুরু করা জরুরী। নতুবা পরবর্তীতে সেতুর কাছাকাছি থানার জন্য জমি পেতে সমস্যা হবে। ২০১৮ সালের মধ্যে সেতু চালু হলে তখন থেকে থানা এখানে অত্যাবশ্যক।

এছাড়া অপরাধপ্রবণ এলাকা শ্রীনগর উপজেলার বাঘরা এবং শিল্প এলাকা গজারিয়া উপজেলার হোসেন্দিতে তদন্ত কেন্দ্র হওয়া অতি জরুরী। সিরাজদিখান উপজেলার শেখরনগর এবং টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড়ে পুলিশ তদন্ত কেন্দ্র অনুমোদন হলেও জমির অভাবে এখনও কাজ শুরু করা যায়নি।

এছাড়া পুলিশের আবাসন সঙ্কট প্রকট। এই জেলায় পুলিশ সুপার থেকে কনস্টেবল পর্যন্ত ৮২৯ পুলিশ সদস্যের পদ রয়েছে। তার মধ্যে বর্তমানে রয়েছেন ৮২৫ জন। থানাগুলোতে প্রয়োজনীয় ব্যারাক না থাকায় দিনরাত অমানবিক পরিশ্রম করেও পুলিশ বিশ্রাম নিতে পারে না। দেশের বিভিন্ন স্থানে মডেল থানা হলেও এখানে কোন থানাই মডেল থানায় উন্নীত হয়নি।

জনকন্ঠ

Leave a Reply