মুন্সীগঞ্জে অগ্রসর বিক্রমপুরের আয়োজনে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে থেকে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলার কৃতী শিক্ষার্থী ও গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
জেলার ১৭৮ জন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাবেক প্রধান শিক্ষক দয়া ঘোষ ও ঊষা সংকর সরকারকে গুণীজন সন্মাননা প্রদান করা হয়।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন-মুন্সীগঞ্জ কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন, কবি রুবি রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো, রজ্জব আলী, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ কেন্দ্রর সাধারণ সম্পাদক আবু হানিফ, মহিলা বিষয়ক সম্পাদক সাথী আক্তার।
অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন মেহেদী হাসান ও রওনক জাহান তানি।
এটিএন টাইমস
Leave a Reply