তাহসান-জন : একে অপরকে জড়িয়ে ধরলেন

তাহসান-জন, একসময় দুজনই ছিলেন ব্ল্যাক ব্যান্ডের সদস্য। এর পর তাহসান গড়েছেন -তাহসান অ্যান্ড স‌‌‌ুফিজ আর জন -ইনডালো। মাঝে মন মালিন্যর কথা শোনা গিয়েছিল। তবে সেসব কথা উড়িয়ে দিয়েছিলেন বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করে।

বলেছিলেন, তারা খুব ভালো বন্ধু। তাদের সম্পর্কে কোনও দ্বন্দ্ব নেই। আবার সে প্রমাণ পাওয়া গেল, ২৫ ডিসেম্বর রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে তাহসান আয়োজিত এক কনসার্টে। ‘উদ্দেশ্য নেই সেলিব্রেশন কনসার্ট’ শিরোনামের সে কনসার্টে তাহসানের সঙ্গে মঞ্চে ওঠেন জন কবির। একসঙ্গে পরিবেশন করেন ‘তবু কেন’ গানটি। গান শেষে আলিঙ্গন করেন একে অপরকে।

তাহসান বলেন, ‘ব্ল্যাক ব্যান্ডের বাইরে নাটকেই বেশি কাজ করেছি আমরা। সেদিনের সে গানটি ছিল ‘এডিকশন’ নাটকের। তবে ব্ল্যাক ব্যান্ডের ছেড়ে আসার পর প্রথম আমরা একসঙ্গে গাইলাম। খুব উপভোগের ছিল এটা।’

চলতি বছরে মাঝামাঝি জি সিরিজ থেকে প্রকাশ হয় তাহসানের ষষ্ঠ একক অ্যালবাম ‘উদ্দেশ্য নেই’। এটির উদযাপনের জন্য কনসার্টটি আয়োজন করা হয়েছিল।

বাংলা ট্রিবিউন

Leave a Reply