এমএস গ্রুপের প্রতারণা : কানাডার কথা বলে নেপালে নিয়ে নির্যাতন

মুন্সীগঞ্জে এমএস গ্রুপ নামের একটি কোম্পানি ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে কানাডা পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোজাম্মেল হক নামে একজনকে সোমবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। আটক মোজাম্মেল হকের ঠিকানা- ২৯২, ফকিরাপুল, ঢাকা। সে প্রিন্টিং ব্যবসায় কর্মরত। ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞাপন দেখে ফোন করে কৌশলে আনা হয় তাকে। কৌশল বোঝেনি প্রতারক মোজাম্মেল।

সে বলে, গত সপ্তাহে কানাডা থেকে এলাম। আমরা সবসময় কানাডায় লোক নেই। কানাডায় পৌঁছে দিয়েই আমরা টাকা নেই। আপনারা কানাডায় পৌঁছে কোথায় আছেন সবকিছু বলার পর ব্যাংকের মাধ্যমে আমাদের টাকা পরিশোধ করবেন। তাহলে প্রতারিত হবেন না। এভাবেই বিদেশগামী অভিভাবক ও বিদেশগামীদের সঙ্গে কথা বলেছিলেন মোজাম্মেল ও তার দুই সহযোগী মো. আবুল মতিন এবং মোশারফ হোসেন।

জানা যায়, স্থানীয় রামকৃষ্ণদী উচ্চবিদ্যালয়ের শিক্ষক আসাদ মাস্টারের ছেলে আসিক ইন্টারনেটে বিজ্ঞাপন দেখে জানতে পারে এমএস নামে একটি কোম্পানি কানাডায় দীর্ঘদিন ভালো কাজে উচ্চ বেতনে লোক নিচ্ছে। ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করলে মোজাম্মেল হক দেওয়ান সহজে সিএনজি ভিসার মাধ্যমে কানাডা নেয়ার কথা জানায়। এর তারা রাজধানীর বনানীর ১৫নং রোড, ডি-ব্লকের ৪নং বাসায় আসতে বলে টাকা-পয়সার কথা শেষ করে। গত ৮ ডিসেম্বর কানাডায় পাঠাবে বলে জানায়। অগ্রিম ১০ লাখ টাকা ও বাকি ৬ লাখ টাকা কানাডায় পৌঁছে ফোন করলে পরিশোধ করবে এ শর্তে লিখিত চুক্তি হয়।

কিন্তু টাকা নিয়ে কানাডা না পাঠিয়ে নেপালে নিয়ে প্রায় ৩০ জনকে রড, লাঠি, বেল্ট দিয়ে পিটিয়ে বেঁধে নির্যাতন করে মাথায় পিস্তল ঠেকিয়ে দেশে ফোন করে বাকি টাকা নিয়ে নেয়। সবার টাকা দিয়ে দিলে ওরা আমাদের পরের দিন ছেড়ে দিয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে চলে আসতে বলে। ভাড়া হিসেবে ৩০ জনকে ৪০ হাজার টাকা দিয়ে দেয়।

অভিযুক্ত মোজাম্মেলের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে। তার বাবার নাম আবদুল বারেক দেওয়ান। এ ব্যাপারে সোমবার সিরাজদিখান থানার ওসি ইয়ার দৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজনকে আটক করে প্রতারণার মামলা করার প্রক্রিয়া চলছে।

যুগান্তর

Leave a Reply