প্রাথমিক সমাপনীতে দেশ সেরা মুন্সীগঞ্জ

মোঃ হোসনে হাসানুল কবির: আজ মঙ্গলবার দুপুর সারে ১২টার দিকে প্রথম ১০টি বিদ্যালয়কে পুরষ্কাক এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দেশের মধ্যে একমাত্র মুন্সীগঞ্জ জেলা শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। এ জেলার পাসের হার ১০০ ভাগ। দেশের ৬৪টি জেলার মধ্যে একমাত্র মুন্সীগঞ্জ জেলার পরীক্ষার্থীরাই শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে।

মুন্সীগঞ্জ জেলায় এবার সর্বমোট ২৯,৯২০ জন শিক্ষার্থী এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেন। জেলার প্রাথমিক বিদ্যালয় থেকে ২৮৫৭৪ জন এবং মাদ্রাসা বিভাগ থেকে ১৩৮৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে।

প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে মেয়েরা ছেলেদেরে চেয়ে এগিয়ে। গড় পাসের হারের দিক থেকেও মেয়েরা এগিয়ে আছে। এবছর ছাত্রদের পাসের হার ৯৭ দশমিক ৮৮ ভাগ এবং ছাত্রীদের পাসের হার ৯৭ দশমিক ৯৭ ভাগ। সারাদেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৬ লাখ ৮৩ হাজার ৭৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মোট ২৬ লাখ ২৮ হাজার ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭ দশমিক ৯২ ভাগ। উত্তীর্ণদের মধ্যে ১২ লাখ ৯৭৬ জন ছাত্র ও ১৪ লাখ ২৭ হাজার ২০৭ জন ছাত্রী।

উপজেলা পরিষদ মিলনাতনে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনিছ উজ জামান আনিস, প্রাথমিক শিক্ষা অফিসার শামসুন্নাহারসহ আর অনেকে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার জানান, আজ মঙ্গলবার ফলাফল প্রকাশে জেলায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীই কৃতকার্য হয়েছে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply