সুমিত সরকার: মুন্সীগঞ্জে মামুনুর রহমান রাসেল (৩০) নামে মামলার বাদীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে মুন্সীগঞ্জ থানায় ২ জনকে এজাহারনামীয় আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। এরআগে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ আদালতপাড়ার সড়কে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত রাসেল জেলার টঙ্গীবাড়ি উপজেলার নয়না গ্রামের প্রয়াত মোতালেব মিয়ার ছেলে।
সন্ত্রাসী হামলায় আহত রাসেল জানান, জমিজমা সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবার তিনি মুন্সীগঞ্জ আদালতে আসেন। আদালতে আসার পর একই গ্রামের মামলার আসামি আমিনুল ইসলাম মীর ও নজরুল ইসলাম তাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়। আদালতের কাজ শেষে মঙ্গলবার বিকেল ৩টার দিকে আদালতপাড়ার সড়কে আমিনুল ইসলাম মীর ও নজরুল ইসলামসহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
বিডিলাইভ
Leave a Reply