মুন্সীগঞ্জে বিনামুল্যে ২৬ লাখ পাঠ্য বই বিতরন

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের ৬ উপজেলায় বৃহস্পতিবার প্রথম শ্রেনী থেকে নবম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে এক যুগে বিনামুল্যে ২৬ লাখ পাঠ্য বই বিতরন করা হয়েছে।

শহরের পুরাতন কাচারী এলাকায় মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বেলা ১২ টার দিকে পাঠ্য বই বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস।

এ সময় বই বিতরন উৎসব অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার, সদর উপজেলার চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, সদরের ইউএনও শারাবন তহুরা প্রমুখ।

এদিকে, জেলা সদর, টঙ্গিবাড়ী, গজারিয়া, শ্রীনগর, লৌহজং ও সিরাজদীখান উপজেলার সবক’টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে পাঠ্য বই বিতরন করা হচ্ছে।

বিডিলাইভ

Leave a Reply