মাওয়া-কাওড়াকান্দিতে নদী প‍ারের অপেক্ষায় অপেক্ষায় ৫ শতাধিক যান

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের উভয়পাড়ে নদী প‍ারের অপেক্ষায় অন্তত ৫ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। স্থানান্তরিত শিমুলিয়া ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কের মেরামত কাজ অব্যাহত থাকায় শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে, উভয় ঘাটে দীর্ঘ যানজটের কারণে যাত্রীবাহী বাস ও ছোট ছোট যানবাহনে থাকা সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাওয়া ট্রাফিক পুলিশ ও নৌ ফাঁড়ি পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।

মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আখতার হোসেন বাংলানিউজকে জানান, বুলডেজার দিয়ে স্থানান্তরিত শিমুলিয়া ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক মেরামত চলছে। ফলে পারের জন্য আসা যানবাহনগুলো আটকা পড়ে যাচ্ছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে বলে তিনি জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply