শেখ মো. রতন: রাজধানীর উপকন্ঠের কাছের জেলা শহরের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে চার-দেয়ালের বাইরে শনিবার প্রকাশ্য স্থানে লাশের কাটা-ছেঁড়া করার ভয়ংকর দৃশ্য দেখা গেছে। শনিবার দুপুর ১ টার দিকে মর্গের সামনে উন্মুক্ত স্থানে ওই লাশ কাটা-ছেঁড়া করার অযাচিত এক দৃশ্য প্রত্যক্ষ করেন জেনারেল হাসপাতালে আগত রোগী ও স্থানীয় এলাকাবাসী।
এ দৃশ্যে বিস্মিত হওয়ার কিছুই নেই। কেননা-শীতাতাপ নিয়ন্ত্রিত মর্গের একতলা ভবনের চারদেয়ালের কক্ষের বাইরে উন্মুক্ত স্থানে শ্রীনগর উপজেলার বেঁজগাঁও এলাকার উম্মে হাবিবা লোপা (১৬) নামে এক গৃহবধুর লাশ কাটা-ছেঁড়া করেন ডোম মুন্না বাল্মিকি।
হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ও মর্গের ডাক্তার সাখাওয়াত হোসেন দাবী করেন, মর্গের কক্ষের ভেতর আলোর স্বল্পতা রয়েছে। আর অন্ধকারে লাশ কাটা-ছেঁড়া করা যায় না। তাই মর্গের সামনে খোলা আকাশের নীচে লাশের কাটা-ছেঁড়া করতে হয়েছে।
এদিকে, প্রকাশ্য দিবালোকে এ দৃশ্য দেখে সাধারণ মানুষ ও প্রতিবেশি সুশিল সমাজের মানুষ ভয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করছে না।
টাইমটাচনিউজ
Leave a Reply