মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির কালো পতাকা মিছিল

ঢাকায় দলের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি ও গুলশানের বাসভবনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সোমবার সকালে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি।

পুলিশি প্রহরায় সকাল সাড়ে ৯টার দিকে শহরের উপকণ্ঠ গোসাইবাগ এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা এ কালো পতাকা মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের প্রায় আধা কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে মুক্তারপুরের পুরাতন ফেরিঘাটে গিয়ে শেষ হয়।

এ সময় সেখানে সংক্ষিপ্ত পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক উপমন্ত্রী জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র একে ইরাদত মানু প্রমুখ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতা এড়াতে পুলিশ বিএনপির কালো পতাকা মিছিলে বাড়তি নজরদারি করে।

দ্য রিপোর্ট

Leave a Reply