গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে আজ সোমবার বিকেলে জেলা তরুণ লীগ শহরে মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি শহরের হাটলক্ষীগঞ্জ থেকে বিকেল ৪টায় বের হয়। শহরের পুরাতন কাচারি ঘুরে সুপার মার্কেট এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরে সমাবেশ করে। জেলা তরুণ লীগের ভারপ্রাপ্ত সভাপতি আদর দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক সভাপতি এডভোকেট গোলাম মাওলা তপন, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান আরিফ, কাউন্সিলর মকবুল হোসেন, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান রিপন, জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রসুল মিয়াজী রোমান, সর্দার রুবেল, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, তরুণ লীগ নেতা আপন দাস প্রমুখ।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply