বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে মঙ্গলবার মুন্সীগঞ্জে সড়কে অবরোধ চলছে ঢিলেঢালাভাবে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে দূরপাল্লার বাসচলাচল করছে সীমিত। অন্যদিকে মুন্সীগঞ্জ শহর থেকে ঢাকাগামী বাসচলাচল বন্ধ রয়েছে। অফিসগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। অবরোধের সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার একাধিক অভিযোগ পাওয়া গেছে।
মুন্সীগঞ্জ থেকে ঢাকার জুরাইন বা পোস্তগোলার ভাড়া ৮০ টাকার জায়গায় ১৫০ টাকা নেওয়ার অভিযোগ করেছেন যাত্রী অপু সাহা ও বিশ্ববিদ্যালয় ছাত্র সাকিন আহমেদ। পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, যেকোনো নাশকতা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দ্য রিপোর্ট
Leave a Reply