সিরাজদীখানে ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

ইমতিয়াজ বাবুল: সিরাজদীখানে ৫৫ পিছ ইয়াবাসহ তামিম হোসেন (১৯) নামে এক দাগী ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ইছাপুরা গ্রামের আলী হোসেনর পুত্র। সিরাজদীখান থানার এসআই সুলতান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে শামীম হোসেনকে ইছাপুরা বাজারের চৌরাস্তা হতে আটক করা হয়।

এ সময় তার শরীর তল্লাশী করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সিরাজদীখান থানায় একাদিক মাদক মামলা রয়েছে। বর্তমানে সে দুটি মাদক মামলায় জামিনে রয়েছে। প্রতিবার জামিন পেয়েই সে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পরে। সিরাজদীখান থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

Leave a Reply