কানসাটে পেট্রোলবোমায় দুই ট্রাক হেলপার দগ্ধচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:অবরোধকারীদের ছোড়া প্রেট্রোলবোমায় আজ শনিবার সকালে ট্রাকের দুই হেলপার দগ্ধ হয়েছে। এরা হলেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান গ্রামের মৃত খলিল শেখের ছেলে আব্দুর রহিম (৪৮) ও কেরানীগঞ্জ জেলার ফিরোজ আলীর ছেলে মাসুদ (১৮)।
সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্যবাহী ১২টি ট্রাক আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় গন্তব্যস্থলে পৌঁছে দেয়ার সময় সকাল সাড়ে ১১টার দিকে কানসাট বাজার এলাকায় অবরোধকারীরা ট্রাকগুলো লক্ষ্য করে কয়েকটি পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে তারা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং ট্রাকগুলো গন্তব্যে নিয়ে যাওয়া হয়।
শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকায় পণ্যবাহী ট্রাক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গতকাল শুক্রবার থেকে আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্যবাহী ট্রাকগুলো পথে পথে বাধা উপেক্ষা করে গন্তব্যস্থলে পৌছে দেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন
Leave a Reply