ফিরোজ আলম বিপ্লব: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দুইপক্ষের সংর্ঘষে উভয় পক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মতি শেখ (৫৫), স্বপন ঢালী (৫০), মো.আলী শেখ (২৮), আনসার শেখ (২৬), নূর ইসলাম পাইক (৭০) টঙ্গীবাড়ি উপজেলা হাসপাতাল ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার গনাইসার গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানায়, উপজেলার গনাইসার গ্রামে পূর্ব শক্রতার জের ধরে আজ শনিবার বিকাল ৩টার দিকে গ্রামের মিলন চোকদার, নাইম গ্রুপের সঙ্গে একই গ্রামের মো.আলী শেখ গ্রুপের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এই ব্যপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply