টঙ্গিবাড়ীর গনাইসারে ২ গোষ্ঠীর সংঘর্ষে নারীসহ আহত ২৫

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় ২ গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত ও ৬ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া রোববার বিকেল ৩ টার দিকে টঙ্গিবাড়ী থানায় পাল্টা-পাল্টি পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাস্থল থেকে আটককৃতরা হল- আবু বকর চোকদার (৬০), সায়মন (২৮), ফরিদ (৩০), পিন্টু (২৯), আক্তার হোসেন (৪০) ও মো: পাভেল (২৭)।
টঙ্গিবাড়ী থানার ওসি আব্দুল মালেক সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পূর্ব-শত্রুতার জের ধরে টঙ্গিবাড়ী উপজেলার গনাইসার গ্রামে চোকদার ও পাইক গোষ্ঠীয় লোকজনের মধ্যে প্রথম সংঘর্ষের সূত্রপাত হয় বেলা ১১ টার দিকে।

এরপর থেমে থেমে দফায় দফায় দুপুর ১ টা পর্যন্ত সংঘর্ষ চলে। খবর পেয়ে টঙ্গিবাড়ী থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে পরিস্থিতি শান্ত করে।

গুরুতর আহত মো: রোমেল, মিজান মিয়া, আয়েশা আক্তার, স্বপন ঢালী, এমদাদ চোকদার, ফরহাদ চোকদার, শফি কবিরাজ, স্বপন মিয়া, মতি শেখ, সিদ্দিক সৈয়াল, আকবর পাইককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকী আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় পাইক গোষ্ঠীর আলী হোসেন শেখ বাদী হয়ে প্রতিপক্ষের ১৩ জনকে আসামী করে ও চোকদার গোষ্ঠীর শামসুল আলম চোকদার বাদী হয়ে প্রতিপক্ষের ১৪ জনকে আসামী করে টঙ্গিবাড়ী থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করেছেন।#

বিডিলাইভ

Leave a Reply