হরতাল প্রত্যাখানের ঘোষনা মুন্সিগঞ্জ আওয়ামীলীগের

মুন্সীগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মেদ বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখান করার ঘোষণা দিয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে জেলা পরিষদ ভবনে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক জরুরি বৈঠকে হরতাল প্রতিহতের ঘোষণা দেয়া হয়।

সোমবার মুন্সীগঞ্জে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হারতার প্রতিহত করা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে বিএনপির এ হরতার প্রতিহত করবে। বৈঠক শেষে সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন ভূঁইয়া (আফছু) এ সব তথ্য নিশ্চিত করেণ। উল্লেখ্য জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল হাই দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে থানারপুলস্থ দলীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন।

এবিনিউজ

Leave a Reply