আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের প্রশিক্ষণ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজনে ও উপজেলা প্রশাসন এর সহায়তায় গ্রাম পুলিশগণের জন্য “আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশগণের ভূমিকা” শীর্ষক কোর্সের প্রথম ব্যাচের (পঞ্চসার, রামপাল, বজ্রযোগিনী ও মহাকালী ইউনিয়নের গ্রাম পুলিশ) ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল।

এছাড়াও উপস্থিত ছিলেন, আনিছ উজ্জামান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মুন্সীগঞ্জ সদর, মোঃ মাহবুবুর রহমান, উপ-পরিচালক, স্থানীয় সরকার, মুন্সীগঞ্জ, মোঃ মোতাহার হোসেন, অনুষদ সদস্য, এনআইএলজি, বেগম মেহেরুন নেসা নাজমা, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) ও আফরোজা আক্তার রিভা, সহকারী কমিশনার (ভূমি)। সভাপতিত্ব করেন, শারাবান তাহুরা, উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ। তিন দিনের প্রশিক্ষণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯, আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা, ডিজিটাল বাংলাদেশ সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হবে।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply