রামপাল চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার অভিযোগে যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের রামপাল ইউপি পরিষদের প্যাড, সিল ও চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে কাগজপত্র তৈরীর অভিযোগে সাব্বির আহমেদ (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিপাহীপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত সাব্বির আহমেদ একই ইউনিয়নের পানহাটা গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে।

চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তী জানান, সিপাহীপাড়া বাজারে হাজী সিরাজুল ইসলাম মার্কেটের অল ইন ওয়ান নামীয় একটি কম্পিউটার ও ফটোকপির দোকানে সাব্বির আহমেদ-এর নেতৃত্বে দোকানে বসে রামপাল ইউনিয়ন পরিষদের প্যাড, চেয়ারম্যানের সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন সনদ ফটোকপি করে বিভিন্ন লোকের কাছে সরবরাহ করে আসছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র, জন্ম সনদ, চেয়ারম্যানের নামসহ সিল ও প্যাডসহ সাব্বিরকে আটক করা হয়।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply