দুই বাল্কহেডের মধ্যে সংঘর্ষ : ৪ শ্রমিককে পিটিয়ে আহত

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে দুই বালুবাহী বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় ৪ শ্রমিককে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত মায়ের দোয়া নামে বালুবাহী বাল্কহেডের মাস্টার নজরুল ইসলাম (৪০), সুকানি মো. সুলতান ফকির (৫০), স্টাফ মো. জসিমউদ্দিন (২০) ও মো. শাহীন (২১)-কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সদরের কাঠপট্রিস্থ ডিগ্রিরচর এলাকার ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা শ্রমিকরা জানান, ঢাকা থেকে শহরের নয়াগাঁও গ্রামের সাংবাদিক আনোয়ার হোসেন আনুর মালিকানাধীন মায়ের দোয়া ও সম্ভপুরাস্থ চরকিশোরগঞ্জ এলাকার মুকুলের থ্রিস্টার নামে ২টি বালুবাহী বাল্কহেড মুন্সীগঞ্জের দিকে আসছিল। সকাল ৯টার দিকে ডিগ্রিরচর এলাকার ধলেশ্বরী নদীতে ঘনকুয়াশায় পড়ে বাল্কহেড দু’টির মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে মায়ের দোয়া বাল্কহেডটি ক্ষতিগ্রস্থ হলেও থ্রিস্টারসহ ২টি বাল্কহেডের শ্রমিকরা মায়ের দোয়া বাল্কহেডের শ্রমিকদের উপর হামলা চালায়। এ সময় মায়ের দোয়া বাল্কহেডের ৪ শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply