মেঘনায় ট্রলারডুবি
মাটিভর্তি ট্রলার ডুবিতে নিখোঁজের এক সপ্তাহ পর মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের মেঘনা নদীতে রবিবার দুপুরে মাটি কাটার দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হচ্ছেন- ঈমান আলী (২২) ও শফিকুল ইসলাম (২৭)।
জেলার গজারিয়া উপজেলার ইস্মানিরচর গ্রামসংলগ্ন নদীতে দুপুর আড়াইটার দিকে ভাসমান অবস্থায় ঈমান আলীর (২২) লাশ উদ্ধার করে পুলিশ।
একই সময়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে শফিকুলের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার এসআই অজয় কুমার পাল ও মুন্সীগঞ্জের গজারিয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই সাখাওয়াত হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ঈমান আলী নারায়ণগঞ্জের আড়াইহাজারের হজরত আলীর ছেলে। শফিকুল ইসলাম একই উপজেলার মৃত মঙ্গল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জের শম্ভুপুরা গ্রামসংলগ্ন মেঘনা নদীতে বালুবোঝাই ভলগেটের ধাক্কায় মাটিভর্তি একটি ট্রলার ডুবে যায়। এ সময় দুই শ্রমিক নিখোঁজ হন।
দ্য রিপোর্ট
Leave a Reply