ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলার যশলং গ্রামে রাতের আধারে আগাছা নাসক ঔষধ স্প্রে করে এক কৃষকের ৫৮ শতাংশ জমির আলু গাছ নষ্ট করে ফেলেছে দূর্বত্তরা। শুক্রবার রাতে এ আগাছা নাসক ঔষধ স্প্রে করা হয় বলে জানান ভুক্তভোগী আলু চাষির আত্মীয়-স্বজনরা। শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকের জমির উঠতি আলু গাছগুলোর মধ্যে পচঁন ধরেছে। আলু গাছের পাতাগুলো কালো হয়ে কুচকেঁ মরে যাচ্ছে। জানাগেছে, উপজেলার যশলং মৌজার আর এস পচাঁর ১০৫৪ দাগের ৫৮ শতাংশ জমি দির্ঘদিন যাবৎ গ্রামের মৃত ইউনুস সেখ পৈতিক সুত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছিলেন।
সম্প্রতি সে মারা যাওয়ার পূর্বে উক্ত সম্পত্তি পাশ্ববর্তী বাক্কার তালুকদার এর কাছে বিক্রি করে যান। কিন্তু ইউনুস সেখ মারা যাওয়ার পর একই সম্পত্তির উপজেলার ভিটি মালধা গ্রামের আ. লতিফ গংরা একটি জাল দলিল তৈরী করে উক্ত সম্পত্তি তাদের বলে দাবী করে। পরে এনিয়ে টঙ্গীবাড়ী সহকারী জজ আদালতে একটি দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করা হয়। এ মামলা চলমান অবস্থায় বাক্কার তালুকদার তার ক্রয়কৃত সম্পত্তিতে আলু রোপন করতে গেলে আ. লতিফ গংরা বাধা দেয় এবং বাক্কার এর লোকজনের উপর হামলা চালায়। পরে লতিফ গংদের বাধার মুখে উক্ত জমিতে আলু চাষ করে বাক্কার তালুকদার। আলু গাছগুলো বর্তমানে বেশ বড় এবং আলু ধারনের সময় হলে উক্ত জমিতে রাতের আধারে এ আগছা নাসক স্পে করে কে বা কাহারা।
এ ব্যাপারে বাক্কার এর বড় ভাই বিল্লাল তালুকাদার জানান, রাতের আধারে আ. লতিফ ও তার লোকজন আগাছা নাসক দিয়ে আমাদের জমির ফসল সব নষ্ট করে ফেলছে। এতে আমাদের প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা টঙ্গীবাড়ী থানায় এ ব্যাপরে মামলা করতে গেলে ওসি আমাদের মামলা নিচ্ছে না। টঙ্গীবাড়ী থানা ওসি আ. মালেক প্রথমে সাংবাদিকদের মোবাইল না ধরলেও পরে সে ফোন করে জানায়, তার কাছে কেউ অভিযোগ করতে থানায় আসেনি তবে ব্যাপারটি তাকে মোবাইল ফোনে অবহিত করা হয়েছে।
বিক্রমপুর চিত্র
Leave a Reply