গজারিয়া উপজেলার মেঘনা নদীতে নৌযান উদ্ধার মহড়া চলাকালে শনিবার এক কর্মকর্তা আহত হয়েছেন। আহত বিআইডব্লিউটিএর উপ-পরিচালক সাদেকুল ইসলামকে (৫০) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুই দিনের এই নৌযান উদ্ধার মহড়া শনিবার উদ্বোধন করেন বিআইডব্লিউটিএর পরিচালক মোহাম্মদ আলী।
এখানে আধুনিক উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’সহ বিআইডব্লিউটিএর প্রায় এক শ’ কর্মী ও নৌবাহিনীর সাত ডুবুরি এবং ফায়ার সার্ভিসের সাত ডুবুরি এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছেন। বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-সংরক্ষণ ও পরিচালন) মোহাম্মদ আলী রাতে জানান, মহড়ার একপর্যায়ে জাহাজের ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়ে তিনি আহত হন। দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়। তিনি আশঙ্কামুক্ত।
জনকন্ঠ
Leave a Reply