ইমতিয়াজ বাবুল: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড়ে প্রতি বছরের মতো ষাড়ের লড়াই হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ ষাড়ের লড়াই দেখার জন্য কয়েক হাজার লোক ভীর করে। পৌষ সংক্রান্ত উপলক্ষ্যে স্থানীয় এলাকাবাসী এ ষাড়ের লড়াইয়ের আয়োজন করে। লড়াইয়ে তুমুল প্রতিদ্বন্ধীতার মাধ্যমে প্রথম স্থান অর্জন করে মোহনপুর গ্রামের মিনহাজ উদ্দিন এর ষাড়।
চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল জানান-পুঞ্জিকা অনুযায়ী পৌষ সক্রান্তের দিন এ লড়াই হয়ে থাকে তবে এখানে একসময় ঘোড়ার দৌড় হতো। এলাকা থেকে ঘোড়া বিলিন হয়ে যাওয়ার পর এখন প্রতি বছর এখানে ষাড়ের লড়াই হয়।
Leave a Reply