ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে বিয়ার প্রাইভেটকারসহ আটক এক

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আজ সন্ধায় ২৪ বোতল বিদেশী ভিয়ার একটি প্রাইভেট কারসহ এক জনকে আটক করে গজারিয়া থানা পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া নামক এলাকায় গজারিয়া থানার টহলরত পুলিশ এস আই আতাউর রহমান প্রাইভেট কারটিকে থামানোর জন্য সিগনাল দিলে সিগনাল অমান্য করে দ্রুত গতিতে প্রাইভেটকারটি চলে যায়। গজারিয়া থানার পুলিশ ধাওয়া দিয়ে সোনারগাঁও থেকে নজরুল পিতা মালেকসহ প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ ১১-০৭৭৩) আটক করে। তল্লাশি চালিয়ে প্রইভেটকার থেকে ২৪ বোতল বিদেশী ভিয়ার উদ্ধার করা হয়।

গজারিয়া আলোড়ন

Leave a Reply