ঢাকা-মাওয়া মহাসড়কে পণ্যবাহী ট্রাকে আগুন

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৭ টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে পণ্য বোঝাই করে একটি ট্রাক জেলার লৌহজং উপজেলার মাওয়াস্থ শিমুলিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। এসময় দুর্বৃত্তরা ট্রাকের পেছনের দিকে আগুন ধরিয়ে দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পথচারীদের সহযোগিতায় বালি ও পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রাকের পেছনের অংশ পুড়ে যায়।

শীর্ষ নিউজ

Leave a Reply