দেড় লাখ টাকা লুট
ইমতিয়াজ বাবুল: মুন্সীগঞ্জের নিমতলা-বেতকা সড়কের সিরাজদীখানের নিমতলা পাওয়ার হাউজের সামনে ডাকাতের কবলে পড়ে ছাত্রলীগ নেতারা। এসময় ডাকাতের আঘাতে আহত হয়েছে গাড়ী চালকসহ ৩ ছাত্রলীগ নেতা। ডাকাতরা দেড় লাখ নগদ টাকাসহ লুটে নিয়েছে ৮-১০টি মোবাইল সেট।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটু জানান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহসিন রেজাসহ ১৪ টি ইউনিয়নের ২৮ জন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের সাথে দলীয় কর্মকান্ড নিয়ে আলোচনা করতে তাঁর ঢাকার অফিসে যাই। আলোচনা শেষে ফিরতে আমাদের মধ্যরাত হয়ে যায়। চারটি মাইক্রো যোগে ঢাকা থেকে সিরাজদীখানের উদ্দেশ্যে রওনা দেই। রাত্র একটার দিকে একটি মাইক্রোবাস নিমতলা পাওয়ার হাউজের নিকট পৌছলে পূর্বে থেকে রাস্তার উপর গাছ ফেলে রাখা দেখে মাইক্রোটি থামালে ৮-১০ জনের একটি ডাকাতদল ছাত্রলীগের উপর হামলা চালায়। এসময় মাইক্রোটি ব্যাপক ভাঙচুর করা হয়। ডাকাদের হামলায় মারাত্মক আহত হয় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আরাফাত শেখ (২৫) বয়রাগাতি ইউপি ছাত্রলীগের সভাপতি রাসেল শেখ (২৩) ও রসুনিয়া ছাত্রলীগের সভাপতি পারভেজ চোকদার পাপ্পু (২৫)এবং গাড়ী চালক মামুন হোসেন(২৮) তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় ডাকাতরা ছাত্রলীগ নেতাদের কাছে থাকা দেড় লাখ টাকা ও ৮-১০টি মোবাইল ফোন লুটে নেয়।
তবে এ ব্যাপারে গাড়ীর মালিক রসুনিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চোকদার জানান, গত সপ্তাহে জামাত-শিবিরের বিরুদ্ধে আইন শৃঙ্খলা মিটিংয়ে কথা বলার জের ধরে পরিকল্পিত ভাবে আমি গাড়িতে আছি এই ভেবে জামাত শিবির আমার গাড়ির ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে আমার গাড়ি ভাংচুর ও ছাত্রলীগ নেতাদের আহত করেছে। ওদের উদ্দেশ্য ছিল আমার ওপর হামলা করা। আমি উপজেলা চেয়ারম্যানের সােেথ একটি বিচার কাজে থেকে যাওযায় ওদের মিশন সফল হয়নি। আজও স্বাবধীনতার বিপক্ষের শক্তি কতটা বিপদজনক এই ঘটনার মধ্যে তার প্রমান বহন করে।
এ ব্যাপারে সিরাজদীখান থানার এএসআই নূর মোহাম্মদ জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ না করায় কোন মামলা হয়নি। মমলা হলে ব্যবস্থা নেয়া হবে। তবে বিষয়টি থানা পুলিশ অবগত আছেন বলে তিনি স্বীকার করেন।
Leave a Reply