সিরাজদীখানে যাত্রীবাহি ৫ বাস ভাংচুর, আহত ৩

সুমিত সরকার সুমন: ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদীখানে শুক্রবার রাতে যাত্রীবাহি ৫ টি বাস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া চলন্ত বাস লক্ষ্য করে দুর্বৃত্তরা ইটপাটকেল ছুড়লে অন্তত ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে।

আজ রাত সাড়ে ৭ টার দিকে সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারনা- অবরোধ সমর্থনকারীরা এ ঘটনার সঙ্গে জড়িত।

এদিকে, আহতরা চিকিৎসা নিতে তাৎক্ষনিক ঢাকায় চলে গেছেন। এতে আহত যাত্রীদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে সিরাজদীখান থানার ওসি ইয়ারদৌস হাসান দাবী করেন- ২ টি চলন্ত বাস লক্ষ্য করে শুধুমাত্র ইটপাটকেল ছুড়ে দুর্বৃত্তরা।

তিনি জানান, ইটপাটকেলের আঘাতে ২ টি বাসের জানালার কাঁচ ভেঙ্গে যায়। তাৎক্ষনিক দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিডিলাইভ

Leave a Reply