শেখ মো. রতন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতে কুমিল্লাগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন দিয়ে ছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার বিকেলে চারকে গ্রেফতার করছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন : মো. রায়হান (১৮), রাজিব নিহাল (১৯), আদনান খান (১৭) ও হাবিব মিয়া (২০)। পুলিশের এএসপি সদর সার্কেল এমদাদ হোসেন কাভার্ড ভ্যানে আগুন ও চার দুর্বৃত্তকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে পণ্য বোঝাই করে কাভার্ড ভ্যানটি কুমিল্লা যাচ্ছিল। পথে গজারিয়ার বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় কাভার্ড ভ্যানের গতিরোধ করে তাতে আগুন ধরিয়ে দেয় ১০-১২ জনের দুর্বৃত্ত চক্র।
গজারিয়া থানা হেফাজতে গ্রেফতারকৃত চারজনকে কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের সবার বাড়ি উপজেলার বাউশিয়া এলাকায় বলে পুলিশ জানান।
রাইজিংবিডি
Leave a Reply