মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরীঘাট এলাকায় ট্রাক বোঝাই বিপুল পরিমাণের ভারতীয় শাড়ি-কাপড় জব্দ করে কোস্টগার্ড। এ সময় ট্রাকসহ চালক ও হেলপাড়কে আটক করা হয়।
শনিবার সকালে তাদের আটক করা হয়। কোস্টগার্ডের পেটি অফিসার আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে মাওয়ার কাছে শিমুলিয়া ফেরীঘাটে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় দক্ষিণবঙ্গ থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। ওই ট্রাকে বিপুল পরিমানের ভারতীয় শাড়ি-কাপড় পাওয়া যায়।
তিনি আরো জানান, পরে ট্রাকসহ জব্দকৃত ভারতীয় শাড়ি-কাপড় ও আটক ট্রাক চালক-হেলপাড়কে নারায়নগঞ্জের পাগলা কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তবে জব্দকৃত মালামালের পরিমাণ ও মূল্য জানাতে পারেনি কোস্টগার্ড।
শীর্ষ নিউজ
Leave a Reply