সিরাজদীখানের রামানন্দ গ্রামে দু’পক্ষের সংঘর্ষ : টেঁটাবিদ্ধসহ আহত ২০

দোকানের জায়গা নিয়ে মালিকানা বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রামানন্দ গ্রামে আজ মঙ্গলবার দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ১ টি দোকান ভাংচুর করে।

আজ দুপুর দেড়টার দিকে আজাহার বেপারী ও আবু তাহের মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টেঁটাবিদ্ধ অবস্থায় মো: খোরশেদ (৪২), সানোয়ার হোসেন (৩১) ও নুরুল ইসলামকে (৪৫) ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর আহত সোহেল মিয়া (৩০), মো: রুবেল (২৪) ও মো: সাহাবুদ্দিনকে (৪৫) ইছাপুরাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সিরাজদীখান থানার ওসি ইয়ারদৌস হাসান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, রামানন্দ গ্রামে নিজ বাড়ির কাছে সড়কের পাশে আজাহান বেপারী একটি দোচালা দোকানঘর নির্মান করলে প্রতিপক্ষ আবু তাহের মোল্লার লোকজন ওই দোকানের মালিকানা দাবী করে ভাংচুর চালায়।

এ সময় আজাহার বেপারীর লোকজন সেখানে বাঁধা দিতে এগিয়ে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

যমুনা নিউজ

Leave a Reply