আদালতের আদেশ অমান্য করে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গিয়েছে। সরেজমিন জানা যায়, সিরাজদিখান থানার সামনের রাস্তার দক্ষিণ ধারে সিএসজিস্ট্যান্ড সংলগ্ন অবৈধভাবে আব্দুল হাই (৫৮) নামের এক প্রভাবশালী ব্যক্তি বাসু বেপারীর (৫৫) পৈত্রিক ভূমিতে বহুলত ভবন নির্মাণ করছেন। এ ব্যাপারে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা পিটিশনসহ ৩টি মামলা রয়েছে।
এদিকে, আদালতের ১৪৫ ধারা পিটিশন মামলাসহ ৩টি মামলার কাগজপত্রাদি পর্যালোচনা করে দেখা-গেছে, আদালত কর্তৃক ২৪ নভেম্বর ২০১৪ সহকারী কমিশনার (ভূমি) সিরাজদিখান, মুন্সীগঞ্জকে ৫৭১/২০১২ নং মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহুতল ভবন উত্তোলনের সকল কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেয়।
এর আগে, ২৩ এপ্রিল ২০১৩ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত মুন্সীগঞ্জ দু’পক্ষের কাগজপত্রাদি পর্যালোচনা করিয়া ভূমির দখল বিষয়ে একটি লিখিত প্রতিবেদন সহকারী কমিশনার (ভূমি) সিরাজদিখানের কাছে তলব করলে সহকারী কমিশনার (ভূমি) সিরাজদিখান ০৫ জুন ২০১৩ ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা পিটিশন মামলা ১০৪৮/২০১২ নং যাহার দখল বিষয় মন্তব্যের কলামে উল্লেখ্য থাকে বাসু বেপারীর নাম। অতঃপর আদালত বিচারক সার্বিক পর্যালোচনায়, প্রতিবেদনের আলোকে বাসু বেপারী স্পষ্ট দখল প্রতীয়মান হওয়ায় ঐ ভূমিতে আব্দুল হাইকে অবৈধভাবে অনুপ্রবেশ বা জোরপূর্বক দখলের চেষ্টা হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। এই মর্মে সিরাজদিখানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশের অনুলিপি দেওয়া হয়। তাতে আদালতের বিচারক উল্লেখ্য করেছে এ আদেশ অন্য কোন আদালত হতে অন্যরূপ কোন আদেশ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এছাড়া, বিজ্ঞ জেলা জজ ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইবুন্যাল আদালত, মুন্সীগঞ্জে ৫৭১/২০১২ নং যাহা সরকারি গেজেটে প্রকাশিত ‘ক’ ও ‘খ’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন ২০০১ (সংশোধিত ২০১১) এর ৯ (১) ধারা অনুযায়ী বাসু বেপারী গং তাদের নিজ নামে সংশোধন মামলা রয়েছে।
এসব রায়ের কাগজপত্রাদি এবং চলমান মামলা থাকার পরেও আব্দুল হাই নামের ওই প্রভাবশালী ব অবৈধভাবে জোরপূর্বক বাসু বেপারী ভূমিতে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করানোর পরও সাড়া না পেয়ে পরবর্তী সময়ে অপর একটি মামলা দায়ের করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসানের কাছে মামলার রায়, অন্য কোন আদালত হতে অন্যরূপ কোন আদেশ না হওয়া পর্যন্ত বলবৎ, পিটিশন মামলা এবং ৫৭১/২০১২ নং সরকারী গেজেটে প্রকাশিত ‘ক’ ও ‘খ’ তপছিল ভূক্ত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১ (সংশোধিত ২০১১) এর ৯ (১) ধারা অনুযায়ী নিজ নামে সংশোধন মামলা থাকাস্বত্তেও জোরপূর্বক অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ ইত্যাদি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আদালতের কোন আদেশ বা রায়ের কপি তিনি পায়নি বলে অস্বীকার করেন।
এবিনিউজ
Leave a Reply