শতবর্ষী শ্রীপল্লী পুকুরে বালু ভরাট : ৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ শহরে শতবর্ষী প্রাচীন পুকুরে বালু ভরাট করার দায়ে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সম্যান্ট ৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছে। বালু ভরাটকারী মফিজল হকের ২ ছেলে চয়ন হক ও স্বপন হককে রাজধানীর আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তরের এনফোর্সম্যান্ট অফিসে তলব করে ওই জরিমানা করে।

পরিবেশ অধিদপ্তরের এনফোর্সম্যান্টের পরিচালক মো: আলমগীর হোসেন বৃহস্পতিবার এ জরিমানা করেন। একই সঙ্গে পুকুরের একাংশ থেকে ভরাটকৃত বালু অপসারনের নির্দেশ দিয়েছেন।

পরিবেশ অধিদপ্তরের এনফোর্সম্যান্টের পরিচালক আলমগীর হোসেন শুক্রবার বিকেল ৪ টার দিকে মোবাইল ফোনে জরিমানা ও বালু অপসারনের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মুন্সীগঞ্জ শহরের শ্রীপল্লী এলাকাস্থ শতবর্ষী পুকুরে মফিজল হকের ২ ছেলে স্বপন ও চয়ন সম্প্রতি বালু ভরাট কাজ শুরু করে।

প্রাচীন এ পুকুরটি রক্ষার্থে বালু ভরাটের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করে। এরই পরিপ্রেক্ষিতে মফিজল হকের ২ ছেলেকে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সম্যান্ট অফিসে তলব করা হয়। বৃহস্পতিবার তাদের উপস্থিতিতে ওই জরিমানা ও পুকুরের বালু অপসারনের নির্দেশ দেওয়া হয়।

বিডিলাইভ

Leave a Reply