গজারিয়ায় হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের গজারিয়ায় শনিবার রাতে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। রাত সাড়ে ৭ টার দিকে রসুলপুর খেয়াঘাট এলাকায় এ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের ভবনের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ইদ্রিস মিয়াজী মোহন ঝটিকা মিছিলের সত্যতা নিশ্চিত করেন। তবে গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসান জানান, মিছিলের তথ্য আমার জানা নেই।

এদিকে, মিছিল করে বাড়ি ফেরার পর বিএনপি নেতাকর্মীরা পুলিশের গ্রেফতার আতংকে রয়েছেন। স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি আশংকা প্রকাশ করে বলেন- রাতেই দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশের অভিযান চালানোর আগাম খবর চাউর হয়েছে গোটা গজারিয়া উপজেলায়।

বিডিলাইভ

Leave a Reply