পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় ১০ আসামীর জামিন নামঞ্জুর

শ্রী কান্ত দাস: মুন্সীগঞ্জ সদর উপজেলার দশকানী এলাকায় সিএনজিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলার ১০ আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। রোববার মুন্সীগঞ্জ আমলি আদালত-১ হাজির হয়ে জামিন আবেদন করলে মুন্সীগঞ্জ এর বিচারক নারগিস ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

নামঞ্জুরকৃত আসামীরা হলো-রেহান শরিফ,জাহাঙ্গীর সেখ, মোশাররফ মোল্লা, নয়ন উরফে মনির মিয়া, সুজন, গিয়াসউদ্দিন, চানু, হুমায়ন, আনোয়ার ও কানকাটা জাহাঙ্গীর প্রমূখ। মামলার এজাহার সুত্রে জানাগেছে, আসামীরা গত ১১ই জানুয়ারী আনুমানিক রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের দশকানী এলাকায় একটি সিএনজি যাহান নং- নারায়নগঞ্জ থ-১১-৩১৭১ এ পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় সিএনজি চালক সাইফুল ইসলাম পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ঢাকা ম্যাডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনায় মুক্তারপুর পুলিশ ফারির ইনচার্জ মোশাররফ হোসেন বাদী হয়ে ২১ জনকে এজাহারভুক্তসহ ২৫-৩০জনকে অজ্ঞাতনামা আসামীকরে উক্ত মামলা দায়ের করে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply