মুন্সীগঞ্জের গজারিয়া থানায় সোমবার বিকেলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক মজিবুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়রী-(জিডি) করা হয়েছে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেনকে মোবাইল ফোনে কল করে হত্যার হুমকি দেওয়ার এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
যুবদলের কেন্দ্রীয় ওই নেতা তার ব্যবহৃত মোবাইল নং- (০১৭১৩৫১৩০৫১) নাম্বার থেকে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাখাওয়াত হোসেনের মোবাইল নং- (০১৮৪০২৯২৪৯৯) নাম্বারে কল করে সোমবার বিকেলে এ হত্যার হুমকি দেয়।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাখাওয়াত হোসেন হুমকি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, চলমান হরতাল-অবরোধে বিএনপি নেতাকর্মীদের নাম তালিকাভুক্ত করে বিভিন্ন স্থানে অভিযান চালানো হলে তাকে এ হুমকি দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে গজারিয়া উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা কেন্দ্রীয় যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক মজিবুর রহমান বলেন- আমি তাকে হুমকি দেইনি।
বিডিলাইভ
Leave a Reply