গজারিয়ায় কলকারখানার বর্জ্যে নদী পানি বিষাক্ত
কলকারখানার বর্জ্যে গজারিয়ায় নদী-নালা,খাল-বিলের প্রাকৃতিক পানি বিনষ্ট হয়ে যাচ্ছে। কলকারখানার বিষাক্তবর্জ্য নদী-নালায় নিক্ষেপ করা দ্রুত বন্ধের জন্য গজারিয়ার ‘নদী বাঁচাও পরিবেশ আন্দোলন’ এর পক্ষ হতে রবিবার বেলা ১০:৪৫ মিনিটে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস এর মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে কমিটির আহবায়ক প্রবীন সাংবাদিক, সাহিত্যিক ও ইতিহাস গবেষক মো: আবদুল আজিজ মাহফুজ। উপস্থিত ছিলেন- নদী বাঁচাও পরিবেশ আন্দোলন’এর সদস্য সচিব ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো: মুকবুল হোসেন, সদস্য ও এশিয়ান টিভির প্রতিনিধি গজারিয়া মো: জাকির হোসেন দর্জি, বাউশিয়ার অধিবাসী ও চাকুরীজীবী মো: নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো: জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ। স্মারক লিপিত উল্লেখ্য করা হয় বিশেষ করে, ম্যানজ ফি পেপার মিলস্সহ আরও কয়েকটি কলকারখানার বিষাক্ত বর্জ্যে ‘বাউশিয়ার খাল’!
এতে এই মুহুর্তে বর্জ্য ফেলা বন্ধ করা ও ধ্বংস করে ফেলা খাল পুন খননের মাধ্যমে জনস্বার্থে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা একান্ত জরুরী হয়ে পড়েছে। অধিকাংশ নদী-খাল এখন মৎস্যশূণ্য, পানি মানুষের ব্যবহার অযোগ্য হয়ে স্বাস্থ্যহানিকর প্রাণনাশী দূগর্ন্ধ ছড়াচ্ছে। ফসলহানি ও বিষাক্ত এসিড এবং ক্যামিকেল পদার্থের প্রভাবে উৎপাদিত ফসলের খাদ্য হানিতে জীবনাশী জটিল রোগের আশংকা দেখা দিয়েছে। বিষাক্ত পানি ব্যবহারে চর্মরোগ জাতীয় রোগ বালাই বাড়ছে। রান্না ও গোসলের পানির হাহাকার চারদিকে।
জীব বৈচিত্র্য রক্ষার আশংকায় উপজেলাবাসী শংকিত এই প্রসঙ্গে গজারিয়া উপজেলা বাসীকে রক্ষার্থে কলকারখানার বর্জ্য মিল অভ্যন্তরেই পরিশোধন করতে হবে। আমরা এ ব্যাপারে প্রশাসনের সর্বাত্মক সহযোগীতা কামনা করা হয়। এই বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস বলেন আমার মাধ্যমে স্মারক লিপি জেলা প্রশাসকের কাছে দেয়া হয়েছে আমি চেষ্টা করব আজকের মধ্যেই জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি পাঠিয়ে দেয়ার জন্য।
গজারিয়া আলোড়ন
Leave a Reply