যানবাহন চলাচল স্বাভাবিক এবং যাত্রীদের নিরাপত্তার জন্য মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনসার মোতায়েন করা হয়েছে। মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ১২ আনসার সদস্যকে মোতায়েন করা হয়।
গজারিয়া উপজেলার আনসার ক্যাম্পের অফিসার ইদ্রিস সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রয়োজনে আরও আনসার মোতায়েন করা হবে। আনসার সদস্যদের পাহারায় মহাসড়কে যানবাহন চলাচল করবে। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করবেন তারা।
দ্য রিপোর্ট
Leave a Reply