সোয়া কোটি টাকা গচ্চা শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরী পারাপারে

সুমিত সরকার সুমন: মঙ্গলবার লাগাতার অবরোধের ২৯ তম দিন চলছে। গেল ২৮ দিনের অবরোধ-হরতালে দক্ষিনবঙ্গেও প্রবেশদ্বার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে পদ্মায় ফেরী পারাপারে বিআইডব্লিউটিসির গচ্চা গেছে অনুমান সোয়া কোটি টাকা।

হরতাল-অবরোধের একেক দিনে ফেরী পারাপারে যানবাহনের সংখ্যা কমে নেমে এসেছে অর্ধেকে। আগে নৌরুটে প্রতিদিন ২ হাজার থেকে আড়াই হাজার যানবাহন পারাপার করা হত।

ফেরীতে ওই পরিমান যানবাহন পারাপার করে প্রত্যেহ ১০ লাখ থেকে ১২ লাখ টাকা টোল আদায় করা হত। গেল ২৮ দিনে প্রতিদিন গড়ে যানবাহন পারাপার করা হয়েছে ১ হাজার ৪’শ থেকে ১ হাজার ৫’শ। এরফলে প্রতিদিন ৪ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা কম টোল আদায় হচ্ছে।

এতে সব মিলিয়ে গেল ২৮ দিনে নৌরুটে ফেরী পারাপারে প্রায় সোয়া কোটি টাকা গচ্চা খেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়াস্থ সংশ্লিষ্ট দপ্তরের ব্যবস্থাপক (বানিজ্য) আব্দুল আলিম ফেরী কর্তৃপক্ষের এ গচ্চার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌরুটে বর্তমানে ১৭ টি ফেরী চলাচল করছে।

অবরোধ-হরতালে ঢাকা-মাওয়া মহাসড়ক পথে দুর-পাল্লার যাত্রীবোঝাই বাস ও পন্যবাহি ট্রাক চলাচল নেই বললেই চলে। সচল ফেরী গুলো এখন সম্পুর্ণ সামান্য কয়েকটি যানবাহন বোঝাই করেই নৌরুট পাড়ি দিতে হচ্ছে। এতে দিন দিন নৌরুটে গচ্চার পরিমান বেড়ে চলেছে।

বিডিলাইভ

Leave a Reply