জেলা কারাগার ফটক থেকে বিএনপির ১০ কর্মী গ্রেফতার

সুমিত সরকার সুমন: অটোরিকশায় পেট্রোল বোমা হামলার মামলায় আদালত থেকে জামিনে বেরিয়ে আসা বিএনপি দলীয় ১০ কর্মীকে বৃহস্পতিবার রাতে জেলা কারাগার ফটক থেকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা কারাগার থেকে মুক্ত হতেই বিএনপি কর্মীদের ফের গ্রেফতার করে পুলিশ। রাত ৮ টার দিকে তাদের সদর থানা হেফাজতে আনা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন- সদরের দশকানী এলাকার বাসিন্দা- রেহান শরীফ, জাহাঙ্গীর শেখ, মোশারফ মোল্লা, মনির মিয়া, সুজন মিয়া, গিয়াসউদ্দিন, চানু মিয়া, মো: জাহাঙ্গীর ওরফে কান কাটা জাহাঙ্গীর, মো: হুমায়ুন ও আনোয়ার হোসেন।

সদর থানার এসআই সবুর খান জানান, গত ১১ জানুয়ারি রাতে জেলা সদরের দশকানী এলাকায় একটি অটোরিকশায় পেট্রোল বোমা ছুড়লে পরের দিন বিএনপি দলীয় ২১ জন নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ।

এ মামলায় এজাহার নামীয় বিএনপির ১০ কর্মী গত মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করলে তাদের জেল হাজতে প্রেরন করে। আজ বৃহস্পতিবার দুপুরে ১ নম্বর আমলী আদালত থেকে জেলবন্দি ওই ১০ কর্মী জামিন পান। পরে রাতে তাদের জেল হাজত থেকে মুক্তি দেওয়া হলেও ফের জেল ফটকে গ্রেফতার হয় তারা।

বিডিলাইভ

Leave a Reply