টঙ্গীবাড়ীর দশত্তর গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

ডিএম বেলায়েত শাহিনঃ টঙ্গীবাড়ী উপজেলার দশত্তর গ্রামে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। গুরুতর আহত জহির মোল্লাকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানাগেছে, টাকা পয়সা লেনদেন সক্রান্ত বিষয় নিয়ে লৌহজং উপজেলার বানকাইজ গ্রামের রশিদ এর সাথে টঙ্গীবাড়ী উপজেলার দশত্তর গ্রামের দেলোয়ার শিকদার এর বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার রাতে রশিদ এর নেতৃত্বে ২০-৩০ জন ভারাটিয়া সন্ত্রাসী টঙ্গীবাড়ী উপজেলার দশত্তর গ্রামের দেলোয়ার এর বাড়িতে হামলা করে তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দশত্তর গ্রামের লোকজন বাধা দিলে উভয় গ্রুপের মধে সংঘর্ষে ১০ জন আহত হয়।

এ ব্যাপারে জহিরের বড় ভাই নান্নু হাওলাদার বাদী হয়ে ৬ জনকে আসামী করে টঙ্গীবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।

টঙ্গীবাড়ী থানার সেকেন্ড অফিসার আশরাফুজ্জামান জানান, টাকা পয়সা লেনদেন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply