শিমুলিয়া-কাওরাকান্দি ও মাঝিকান্দি
শিমুলিয়া-কাওরাকান্দি ও মাঝিকান্দি নৌ-রুটের পদ্মার সরু চ্যানেলে রাতের বেলায় পাল্লা দিয়ে যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। এতে যাত্রীদের জীবনের নিরাপত্তা হুমরি মুখে পড়েছে। যাত্রীদের কোন কথাই লঞ্চ স্টাফরা তোয়াক্কা করছেন না। এতে যে কোন সময় এই সময়ের শান্ত পদ্মায় ও দুর্ঘটনার আশংকা রয়েছে।
জানা যায়, গত সোমবার সন্ধ্যা রাত পৌনে সাতটায় কাওরাকান্দি থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে রাজু-সাজু এক্সপ্রেস লঞ্চটি। অপরদিক মাঝিকান্দি থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে মায়ের দোয়া নামক লঞ্চটি। দু’টি লঞ্চ পদ্মার মাগুরখন্ড সরু চ্যানেল পারি দেবার সময় একে অপরকে ওভারটেক করার প্রতিয়োগিতায় নামে। এ সময় উভয় লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। লঞ্চ দু’টি বারবার একে অপরকে ধাক্কা দিয়ে কাত হয়ে যাচ্ছিল। কিন্তু এ সময় ভীত যাত্রীদের চিৎকারে মন গলেনি লঞ্চ দু’টির চালকদ্বয়ের। তারা কে কার আগে ঘাটে গিয়ে সিরিয়াল নিবেন এ প্রতিযোগিতা লঞ্চের গতি আরো বাড়িয়ে দেন।
এ সময় রাজু-সাজু লঞ্চের যাত্রী গোপালগঞ্জের কোটালিপাড়ার সাহানা বেগম (২৭) শিমুলিয়া ঘাটে অপেক্ষারত তার স্বামী স্কুল শিক্ষক হোসেন শেখকে কয়েক দফায় ফোন করে কান্নাকাটি করে এবং তিনি আরো বলেন, এ অবস্থা চলতে থাকলে যেকোন সময় ঘটতে পারে পিনাক-৬-এর মত ট্রাজেডি। পরে রাত ৮ টার দিকে রাজু-সাজু লঞ্চটি শিমুলিয়া ঘাটে আসলে সারেং হান্নান ঢালির সাথে এ ব্যাপারে কথা হলে তিনি বলেন, আমরা কোন প্রতিযোগিতায় যাইনি। তাহলে যাত্রীরা চিৎকার বা আতঙ্কিত হয়ে পড়েছিলো কেন- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা যাত্রীদের ব্যাপার।
খবর নিয়ে আরো জানা যায়, এখন প্রতিদিনই এ সরু চ্যানেলের মধ্য দিয়ে এভাবে আগে যাবার প্রতিযোগিতায় মেতে থাকে এ নৌরুটে চলাচলকারী লঞ্চগুলো। এতে যে কোন সময় ঘটতে পারে লঞ্চ ডুবির ঘটনা। তাছাড়া একই সময়ে বিপরীত দিক থেকে কোন লঞ্চ বা ফেরি আসলে তা মুখোমুখি সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনায় পড়ে যান মালের ব্যাপক ক্ষতি ঘটাতে পারে।
এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএ’র ট্রাফিক পরিদর্শক (টি.আই) রিয়াদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ রকম ঘটনা আমার জানা নেই। তাছাড়া লঞ্চগুলো যে কাওরাকান্দি ও মাঝিকান্দি থেকে ছেড়ে এসেছে ওই দুটো ঘাটেও টি.আই রয়েছে। সাথে সাথে আমাকে জানালে আমি ব্যাবস্থা নিতে পারতাম।
বাসস
Leave a Reply