একযুগ পরে লৌহজং উপজেলা যুবলীগের সন্মেলন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা যুব লীগের সন্মেলন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রায় এক যুগ পর অনুষ্ঠিত এ সন্মেলনকে ঘিরে এখন চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর প্রচারনা। একাধিক প্রার্থিরা সভাপতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এখন কাউন্সিলরদের কাছে ছুটে চলেছেন ভোটের প্রত্যাশায়। এতে অনেকটা ঝিমিয়ে পড়া উপজেলা যুবলীগের মাঝে রাজনৈতিক গতি সঞ্চায়িত হয়েছে। প্রার্থিদের কাছে কদর বেড়েছে কাউন্সিলরদের।

এর পূর্বে ২০০২ সালে সর্বশেষ উপজেলা যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। দিনব্যাপি এ সন্মেলনের প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। এছাড়া আরো উপস্থিত থাকার কথা রয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জাকির হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য মোতাহার হোসেন সাজু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম জাহিদ, লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদার, লৌহজং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, জেলা যুব লীগের সভাপতি আক্তারুজ্জামান বাবু প্রমূখ।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply