শেখ মো. রতন: ‘কষ্টে আছি আইজুদ্দিন’ দেশের বিভিন্ন স্থানে দেয়ালে লিখা এই বাক্যটির সঙ্গে কম-বেশি সবারই পরিচয় রয়েছে। মুন্সীগঞ্জের শ্রীনগরে শুক্রবার দেয়াল লিখন শিল্পী সেই আইজুদ্দিনকে (৪৫) একটি চুরির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে জেলার শ্রীনগর উপজেলার কয়কীর্তন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের রইসউদ্দিনের ছেলে।
শ্রীনগর থানার এসআই সাইদুর রহমান আইজুদ্দিনকে গ্রেফতার করার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইজুদ্দিনের বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানার একটি চুরির মামলায় ওয়ারেন্ট রয়েছে। ওই ওয়ারেন্টের ভিত্তিতে সকাল ১০ টার দিকে পৈত্রিক বাড়ি কয়কীর্তন গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ দাবি করেন।
আইজুদ্দিন বেশ কয়েকদিন যাবত গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন। দেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে দেয়াল লিখত সে। তার ‘কষ্টে আছি আইজুদ্দিন’ বাক্যটি দেশব্যাপী সবারই খুব পরিচিত।
রাইজিংবিডি
Leave a Reply