সুমিত সরকার সুমন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় আজ রোববার অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গজারিয়া থানার এসআই সিদ্দিকুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকালে মহাসড়কের পাশে গজারিয়া উপজেলার দঁড়ি-বাউশিয়া এলাকায় লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পুলিশকে জানানোর পর ওই লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স হবে অনুমান ৪৫ বছর।
ওই ব্যক্তির হাতে স্যালাইন পুশ করার জন্য ক্যানেল লাগানো ছিল। এছাড়া হাতে ব্যান্ডেজ পরিহিত ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিলাইভ
Leave a Reply