রাজবাড়ির ব্যবসায়ী খুনের ঘটনায় শ্রীনগরে সাইফুল গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে রাজবাড়ির ব্যবসায়ী ইসরাফিল ঢালী সোহাগ হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (৩১) রাজবাড়ি সদর থানার কাচাবালি গ্রামের নুরুল ইসলামের ছেলে। শনিবার রাত ৯ টার দিকে শ্রীনগর উপজেলার মাশুরগাঁও এলাকা থেকে পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাইফুল মাশুরগাঁও এলাকায় হোন্ডা মেরামত গ্যারেজ রয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মুজিবুর রহমান জানান, গত ২৯ শে ডিসেম্বর বিকেল ৩টায় সোহাগ ঢালী রাজবাড়ি থেকে শ্রীনগরের তিন দোকান এলাকায় তার চাচা মোখলেছ ঢালী ও আইয়ুব ঢালীর বাড়িতে বেড়াতে আসেন এবং চাচাতো ভাইদের সঙ্গে ঘুরাফেরা করেন। পরে ওইদিন রাত ৮টার পর সোহাগ রাজবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়ে পড়ে। এ ঘটনায় গত ৩০ শে ডিসেম্বর নিখোঁজ সোহাগের বাবা হাজী মো. ইউনুস ঢালী বাদী হয়ে রাজবাড়ি থানায় একটি জিডি করেন। এ জিডির সূত্র ধরে শ্রীনগর থানার পুলিশ সোহাগের খোঁজে মাঠে নামে। পুলিশ নিশ্চিত হয়, সোহাগ শ্রীনগরেই রয়েছে। পরে গত ২ রা জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীনগরের বেজগাঁও গ্রামের আনোয়ার খানের পরিত্যক্ত জোপ-জঙ্গলের ভরা পুকুরে তার মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান, সোহাগের দূর সর্ম্পকের আত্মীয় ফরহাদের সঙ্গে টাকার লেনদেন নিয়ে সোহাগ খুন হয়। এ ঘটনায় ফরহাদ পলাতক রয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার ঘটনায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply