‘যারা মারছেন বা মরছেন কেউ রাজনীতি বোঝেন না’

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘যারা জ্বালাও-পোড়াও করে মানুষ মারছেন তারা রাজনীতি বোঝেন না। আর যে মানুষগুলোকে পুড়ে মারা হচ্ছে তারাও রাজনীতি বোঝেন না।’

মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী এ কথা বলেন। ‘অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী’র ৪২ বছরপূর্তিতে ৬ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আয়োজক সংগঠনের সভাপতি সুজন হায়দার জনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এমদাদ হোসেন, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি আ ক ম গিয়াসউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি চৌধুরী মোস্তফা আল-মামুন টিটু ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাগর।

দ্য রিপোর্ট

Leave a Reply