সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দঁড়ি বাউশিয়া এলাকায় বুধবার গ্রেফতারকৃত স্কুল শিক্ষক আব্দুল আহাদ মাষ্টারের মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কোমলমতি শিক্ষার্থীরা।
বেলা ১১ টার দিকে বাউশিয়া এম এ আজাহার উচ্চ বিদ্যালয়ের কয়েক’শ শিক্ষার্থী দঁড়ি বাউশিয়া সড়কে মানববন্ধন রচনা করে। বেলা ১১ টা পর্যন্ত আধ-ঘন্টার মানববন্ধন শেষে শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে।
উল্লেখ্য, গত সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্বৃত্তদের বইবোঝাই ট্রাকে পেট্রোল বোমা হামলার পরদিন বাউশিয়া এম এ আজাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আহাদকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
বিডিলাইভ
Leave a Reply